- Home
- About Us
আমাদের সম্পর্কে
আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থিদের স্কিল ডেভেলপ করে দক্ষ করে তোলা ও মার্কেট উপযোগি করে গড়ে তোলা।
আমরা কারা এবং আমাদের উদ্দেশ্য কি?
Tech Ascent BD বাংলাদেশে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে অনলাইন কোর্স চালু করে। যেটা বর্তমানে “মেন্টোর একাডেমী”। দক্ষতা বৃদ্ধি, পড়া-লেখার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও ফ্রিল্যান্সিং কাজ শিখতে সকল প্রকার সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য।
সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য অনলাইনে ৩ থেকে ৫ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের আওতায় দেশের যেকোন জেলা থেকে মধ্য ও উচ্চ শিক্ষিত তরুণরা ঘরে বসেই দেশের সেরা ফ্রিল্যান্সারদের কাছ থেকে ফ্রিল্যান্সিং তথা অনলাইন আয় বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এতে চাকরিজীবি ও গৃহিণীদের জন্যও থাকছে সন্ধ্যাকালীন ও রাত্রীকালীন প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা।
সরকারের ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রজেক্টের পাশাপাশি দেশের ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও সমৃদ্ধ করতে যেসকল বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে “মেন্টোর একাডেমী” তাদের মধ্যে অন্যতম।
কেন আমাদের কাছ থেকে শিখবেন?
যে সকল বিষয়ে আমরা অন্যদের থেকে এগিয়ে এবং আমরা যে সকল বিষয় নিশ্চিত করে থাকি।
ইন্ডাস্ট্রি বেস্ট মেন্টোর
দেশ সেরা কারিকুলাম
অভিজ্ঞ সাপোর্ট টিম
লাইফটাইম সাপোর্ট
ক্যারিয়ার প্লেসমেন্ট
ক্লাস ভিডিও ব্যাকাপ
যেভাবে শিক্ষার্থিদের সফল হতে সহায়তা করি
আমরা আমাদের শিক্ষার্থিদের সেরা মেন্টোর ও সেরা কোর্স কারিকুলাম এর সাথে বেস্ট ট্রেনিং প্রোভাইড করে থাকি।
- প্রিমিয়াম রিসোর্স প্রদান করি
- মার্কেটপ্লেস অরিয়েন্টেড ক্লাস
- অফিসিয়াল কাজের ডিমাইন্ড অনুযায়ী ক্লাস
- ভালভাবে স্কিল ডেভেলপ না হওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ